উখিয়া সীমান্ত ও ক্যাম্প ভিত্তিক ইয়াবা ব্যবসায়ীদের জনক রাজাপালং ইউনিয়নের মালিয়ারক’ল গ্রামের নুরুল আলমের ছেলে আন্ডার গ্রাউন্ডে থাকা শীর্ষ ইয়াবা কারবারী একাধিক মাদক মামলার আসামী আবুইল্ল্যা প্রকাশ ইয়াবা আবুইল্ল্যা আর কত ইয়াবা পাচার করলে পুলিশ তাকে আটক করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল ?
উখিয়ার মালিয়ারক’ল গ্রামের হতদরিদ্র নুরুল আলমের ছেলে আবুইল্যা পরিবারের হাল ধরতে পার্শ্ববর্তী বন জঙ্গলে সরকারি বনভুমির গাছ কেটে বাজারে বিক্রি করে সংসার জীবন চালিয়ে আসতো বলে জানা গেছে। সময়ের ব্যবধানে ইয়াবার বদৌলতে আবুইল্ল্যা আজ শূণ্যে থেকে কোটিপতি।
সূত্রমতে জানা গেছে, সে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে এলাকায় একটি বৃহত্তর সিন্ডিকেট গড়ে তোলে গুরুত্বপূর্ণ শহর ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে ইয়াবার কালো টাকার পাহাড় গড়ে তোলে রাতারাতি গাড়ী বাড়িসহ নামে Ñ বেনামে অঢল সম্পদের মালিক বনে গেলেও দেখার কেউ নেই।
সম্প্রতি একাধিকবার বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে আবুইল্যা আটক হলেও পরে জামিনে মুক্ত হয়ে ফের ইয়াবা পাচারে বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, ইয়াবা আবুইল্ল্যার অত্যাচার, নির্যাতন ও অপহরণ আতংকে এলাকার সাধারন মানুষ জিম্মি দষায় জীবন যাপন করছে বলেও একাধিক ভুক্তভোগীরা প্রতিবেদককে জানিয়েছেন।
আজ ইয়াবার বদৌলতে শূণ্যে থেকে কোটিপতিসহ সমাজে বিখ্যাত ইয়াবা পরিবার হিসাবে সুনাম অর্জন করেছে আবুইল্ল্যা। তার বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারনে পুলিশ তাকে আইনের আওতায় আনছেনা বলে মন্তব্য করেন স্থানীয় সুশিল সমাজ।
স্থানীয় সচেতন মহলরা আরো বলেন, উখিয়া Ñ টেকনাফ সীমান্তে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আবুইল্ল্যা শীর্ষ অবস্থানে রয়েছে। তাই অতি শিঘ্রই তাকে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপার ও র্যাব ১৫ কক্সবাজারের হস্তক্ষেপ জরুরী বলে তারা দাবী করেন।