কক্সবাজার দক্ষিন বন বিভাগের ইনানী রেঞ্জের সোয়ানখালী বন বিটের আওতাধীন চেংছুড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়।
সোমবার সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক আনিছুর রহমানের নেতৃত্বে ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, সোয়ানখালী বিট কর্মকর্তা আরজু মিয়া, রাজাপালং বনবিট কর্মকর্তা ক্যাচিংউ মার্মাসহ একদল বনকর্মী ও সিপিজি সদস্যরা অভিযান চালিয়ে সরকারি বনভুমিতে অবৈধ ভাবে বেড়ে উঠা ৪ টি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন সোয়ানখালী বিট কর্মকর্তা আরজু মিয়া।
সোয়ানখালী বিট কর্মকর্তা আরজু মিয়া হুশিয়ারী উচ্চারন করে বলেন, সরকারি বনভুমি জবরদখল কারীদেরকে কখনো ছাড় দেওয়া হবে না, এবং বন আইনের সংশ্লিষ্ট ধারায় জবরদখল কারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।