আর কত লাশ পড়লে পাহাড় কাটা বন্ধ হবে? কক্সবাজার দক্ষিন বন বিভাগের ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসনের সহযোগিতায় রেঞ্জের সর্বত্রে পাহাড় কাটা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে রজাপালং বনবিট ও জালিয়াপালং বনবিটের জুম্মা পাড়া, পাইন্যাশিয়া ও কাছিম মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন, জালিয়া পালং বিট কর্মকর্তা মোঃ ইসরাইল ও হেডম্যান জাফরের সহযোগিতায় পাইন্যাশিয়া এলাকার কামাল মাষ্টারের ছেলে পাহাড় ধ্বংসকারীদের অন্যতম গডফাদার জয়নালের নেতৃত্বে রফিক আহম্মদের ছেলে খাইরুল আমিন, মৃত নাজির হোসাইনের ছেলে হাঙ্গামা বেলাল, রশিদ আহম্মদের ছেলে জাহাঙ্গীর, জিয়াবুল হক ও জালিয়া পালং কাছিম মার্কেট এলাকার দুবাই কাছিম এর ছেলে আওয়ামীলীগ নেতা নামধারী হেলাল উদ্দিন,
অপর দিকে, তুতুরবিল এলাকার শামশুল আলমের ছেলে সালাহ উদ্দিন, খালকাছা পাড়া এলাকার মোস্তাফিজের ছেলে ইমরান হোসেন তাকিয়া, হরিণমারা এলাকার মোহাম্মদ, কবির আহম্মদ, মৃত আবুল শমার ছেলে নুর আহম্মদ প্রকাশ পিটিং বদু, জাফর আলমের ছেলে রেজাউল করিম, মৌলভী রফিক, উত্তর পুকুরিয়া গ্রামের আব্দুল গনির ছেলে বেলাল, ছৈয়দ নুরের ছেলে জাহাঙ্গীর , নুরুল কবিরের ছেলে রিদুওয়ানসহ শীর্ষরা উল্লেখিত বন কর্মকর্তাদেরকে মাষিক মাষোহারা দিয়ে দিবারাত্রি পাহাড় কাটে মাটি পাচার ও ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা আরো জানান, বন বিভাগের কর্মকর্তাদের টাকা দিলে বিশ্ব জয়করা যায়। দুর্ণীতিবাজ রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসনের কবল থেকে সরকারি বনভুমি কখনো রক্ষা করা সম্ভব হবেনা। যে কর্মকর্তা পাহাড় কেখোদের সাথে আতাঁত করতে পারে সে কখনো রক্ষক হতে পারে না বলে তারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাহাড় কেখো বলেন, তারা নিয়মিত টাকা দিয়েই পাহাড় কেটে মাটি পাচার করছে।
ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসনের নিকট জানতে চাইলে, পাহাড় কাটার কথা স্বীকার করলে ও টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।