মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের আদেন শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির গভর্নর আহমেদ লামলাস এবং কৃষিমন্ত্রী সালেম আল-সুকাত্রির গাড়িবহর লক্ষ করে এ হামলা চালানো হয়। তবে তারা দুজনই প্রাণে বেঁচে গেছেন। আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
হামলার পর এক মন্তব্যে গভর্নর ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন। তবে হামলায় তাঁর নিরাপত্তা দলের সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদ তাৎক্ষণিক হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।
লামলাস ও সালেম দুজনই সাউদার্ন ট্রান্সজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা। এর মধ্যে লামলাস এসটিসির সাধারণ সম্পাদক। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে জোটে আছে এসটিসি।