উখিয়ার কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউএনডিপি কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কর্মশালা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় অনুষ্টিত সভার প্রধান অতিথি রাজাপালং ইউনিয়ন পরিষদের আইডল ও দুই দুই বারের সফল ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, নামে বিট পুলিশিং থাকলে হবে না, বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে এলাকার মানুষ এখনো সচেতন নয়। বিট পুলিশিং সর্ম্পকে সচেতনা সৃষ্টির পাশাপাশি মাদক, হিরোইন, মানব পাচার, মদের আসর সহ গ্রামে গঞ্জের অপরাধজনক কর্মকান্ড রোধ ও মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিট পুলিশিং এর ইনচার্জ উখিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক আবছারের প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত ইউএনডিপি প্রতিনিধি মোঃ আবু বক্কর, বিট পুলিশিংয়ের ইনচার্জ আবছার, বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ- পরিদর্শক বিকাশ, বাদশাহ মিয়া চৌধুরীসহ এলাকার সচেতন মহল ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।