উখিয়ার চাকবৈঠা সীমান্তের ইয়াবা বাজার এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চাকবৈঠা গ্রামের শামশুল আলমের ছেলে আন্ডার গ্রাউন্ডে থাকা শীর্ষ ইয়াবা কারবারি রুহুল কাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজু পাড়া বিজিবি ক্যাম্পের নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একদল বিজিবি চাকবৈঠা ইয়াবা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ রুহুল কাদেরকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করেন বলে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ মাদক মামলাটি আমলে নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করেন। যার মামলা নং- ৩৬, তারিখঃ ১৩/১০/২০২১ইং।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিজিবির অভিযানের খবর ছড়িয়ে পড়লে উক্ত ইয়াবার সাথে জড়িত শামশুল আলমের দুই ছেলে রুহুল আমিন ও রিদুওয়ান দ্রুত পালিয়ে গিয়ে অল্পের জন্য গ্রেপ্তারের কবল থেকে রক্ষা পেয়েছে বলে তারা জানান। তারা আরো বলেন, অতি শিঘ্রই উক্ত ইয়াবার সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারের হস্তক্ষেপ কামনা করেন।