উখিয়ার বালুখালীতে ঘরে ইয়াবা মজুদে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। ৩১ মার্চ সন্ধা সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ও আন্ডার ওয়াল্ড মাপিয়া উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আব্দুল মজিদের দুই ছেলে সীমান্তের ইয়াবা স্বর্গরাজ্যর অন্যতম গডফাদার ও শীর্ষ ইয়াবাডন বখতিয়ার ও জাহাঙ্গীরের বিপুল পরিমান ইয়াবার চালান বাড়ীতে মজুদে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বালুখালী পূর্ব পাড়া গ্রামের মোবারক ইসলাম ও স্ত্রী ইছমত আরাকে বেদড়ক মারধর, ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষান্ত না হয়ে ফের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে ভুক্তভোগী স্বামী – স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বালুখালী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী ইছমত আরা ক্ষুব্দ কন্ঠে বলেন, আমাদের ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও মারধরের ঘটনার বিষয়ে থানা বা আদালতে কোন প্রকার মামলা বা আইনের আশ্রয় নিলে পরিনতি ভয়াবহ হবে বলে হুশিয়ারী উচ্চারন করেছেন। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে মোবারক ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামী করে উখিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন বলে তিনি জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ তদন্তপূর্বক হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।