উখিয়ার বালুখালীতে নববধু ফাঁসিতে ঝুলে আত্নহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
সূত্রমতে, পালংখালী ইউনিয়নের বালুখালী বানুবাপের খিল গ্রামের জাফর আলমের ছেলে এনজিও সংস্থা কোডেক এ কর্মরত নুর হোসাইনের সাথে বালুখালী কাষ্টম এলকার আব্দুল হামিদের মেয়ে সাবেকুন্নাহার (২২) এর সাথে দীর্ঘ দিনের প্রেমের সর্ম্পককে বাস্তবে রূপ দিতে গত এক মাস আগে দুইজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনের এক মাস পার হতে না হতেই নুর হোসাইনের স্ত্রী সাবেকুন্নাহার (২১) রহস্যজনক কারনে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করতে বাধ্য হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছিুক একাধিক লোকজন বলেন, চাচা শাশুর শামশুল আলমের স্ত্রী রেহেনা আক্তারের সাথে পারিবারিক কলহের জের ধরে তুমুল ঝগড়ার পরেই নুর হোসাইনের স্ত্রী সাবেকুন্নআহার আত্নহত্যা করেছে।
নিহত সাবেকুন্নাহারের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, বোন সাবেকুন্নাহার আত্নহত্যা করারমতো কি এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য ফজল কাদের ভুট্রো বলেন, পারিবারিক কলহের জের ধরে আত্নহত্যার ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ আত্নহত্যার সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।