উখিয়ার মাছকারিয়া – মধুরছড়া সড়কে অনিয়ম ও দুর্ণীতির আশ্রয় নিয়ে বক্স কালভার্ট নির্মান কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরজমিন ঘটনাস্থল ঘুরে ও বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জানা গেছে, বিশ্ব ব্যাংক ও উপজেলা প্রকৌশলীর যৌথ উদ্যোগে নির্মিত বক্স কালভার্টের ঠিকাদার হাছান টেকনো ও দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও আমিনুল হক ঠিকাদারের সাথে আতাঁত করে অনিয়ম ও দুর্ণীতির আশ্রয় নিয়ে কালভার্ট নির্মানের কাজ অব্যাহত রেখেছে বলে তারা জানান। তারা আরো বলেন, ঠিকাদাররা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় না নিলে নির্মান কাজ শেষ না হওয়ার আগে কালভার্টের ফাটল ধরল কি ভাবে ?
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, উখিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা নয় ছয় করে সড়ক ও কালভার্ট নির্মান কাজে অনিয়ম ও দুর্ণীতির আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে তারা জানান।
এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বলার চেষ্টাকালে গাড়ীতে বলে মুঠুফোন কেটে দেয়।
উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম কালভার্ট ফাটলের সত্যতা স্বীকার করেন এবং সিমেন্ট দিয়ে ঠিক করে দেওয়া হবে বলে তিনি জানান।