কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের হরিণমারা এলাকায় আকতার কোম্পানি ও ইদ্রিসের নেতৃত্বে দিনরাত অবৈধ ভাবে বালি উত্তোলন পাশাপাশি গাড়ী প্রতি ৩শ টাকার বালি তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হওয়ার সুবাদে চলছে বালি লুটপাটের মহোৎসব।
সরজমিন হরিণমারা ঘোনার পাড়া এলাকা ঘুরে দেখা যায়, হরিণমারা গ্রামের আকতার কোম্পানি ও মৃত আব্দুল আজিজ মিয়া চৌধুরীর সুযোগ্য ছেলে ইদ্রিস প্রকাশ সাধু ইদ্রিসের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট সরকারি বনভুমির পাহাড়ের সাথে ড্রেজার মিশিন বসিয়ে প্রতিনিয়ত বালি উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ লাখ টাকা। এতে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভুমিকায়। কিন্তু দেখার কেউ নেই।
পরিবেশ বাদীরা বলেন, হরিণমারা এলাকার বালি সিন্ডিকেটের লোকজন সরকারি বনভুমির পাহাড়ের সাথে ড্রেজার মিশিন বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে তা ডাম্পার যোগে পাচারকালে ইজারদারদের নিকট থেকে ৫০০শত টাকার রশিদ নিলেই তা আবার বৈধ হয়ে যায়। আর এতে বন ও পরিবেশ ধ্বংস হলেও লাভবান হচ্ছে অবৈধ বালি সিন্ডিকেট ও ইজারাদার।
দোছড়ি বনবিট কর্মকর্তা দুলাল চন্দ্র হাওলাদার , দুইদিন আগেও হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলের কাজে ব্যবহ্নত একটি ড্রেজার মিশিন ও বালি পাচারকালে একটি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।