কক্সবাজার দক্ষিন বন বিভাগের ইনানী রেঞ্জের রাজাপালং বনবিটের আওতাধীন হরিণমারা বাগানের পাহাড় এলাকায় রাজাপালং বিট কর্মকর্তা ও বনকর্মীদেরকে আটকে রেখে মাটিভর্তি ডাম্পার গাড়ী চিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাত ১২ টার দিকে হরিণমারা বাগানের পাহাড় সংলগ্ন লামার দোকান এলাকায় এ ঘটনাটি ঘটে।
বন বিভাগ সূত্রমতে, রোববার রাত ১২ ঘটিকার সময় রাজাপালং বনবিট কর্মকর্তা ক্যাচিংউ মার্মার নেতৃত্বে একদল বনকর্মী
গোপন সংবাদের ভিত্তিতে হরিণমারা বাগানের পাহাড় এলাকায় সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি পাচারের ঘটনাস্থলে পৌছে মাটি ভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ী আটকালেই, তাৎক্ষনিক রাজাপালং গ্রামে বসবাসরত চিহ্নিত পাহাড় কেখো আব্দুর রশিদ প্রকাশ বালি রশিদ ও তার চেইন অব কমান্ড হরিণমারা গ্রামের সাহাব উদ্দিনের নেতৃত্বে একদল পাহাড় কেখো বিট কর্মকর্তা ক্যাচিংউ মার্মা ও বনকর্মীদেরকে আটকিয়ে রেখে একে একে তাদের মাটিভর্তি ডাম্পার গাড়ী গুলো চিনিয়ে নিয়ে যায় বলে বিট কর্মকর্তা ক্যাচিংউ মার্মা প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।