উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বর্বরোচিত হামলায় বড় ভাইসহ দুইজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে রুমখা ক্লাসা পাড়া এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
সরজমিন ও এলাকার বেশ কয়েকজন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা ক্লাসা পাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রফিক উদ্দিনের পৈত্রিক সূত্রে পাওয়া ও দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসতভিটাটি তার আপন ছোট ভাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলী আহম্মদ ও স্ত্রী মনিরা বেগম, তানজিয়া আহম্মদ তিন্নি ও সানজিয়া আহম্মদ নিশাসহ একদল ভাড়াটিয়া পূর্ব শক্রুতার জের ধরে রফিক উদ্দিনের বসত ভিটাটি জোর পূর্বক দখলে নিতে গেলে খবর পেয়ে রফিক উদ্দিন ও তার ছেলে তারেক আজিজ বাধা প্রদান করিলে উল্লেখিত ভুমিদস্যুরা ধারালো দা, কিরিচ ইত্যাদি নিয়ে রফিক উদ্দিন ও তার ছেলে তারেক আজিজকে এলোপাতাড়ি ক’পিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলেদে বলে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এ সময় আহতদের শোর চিৎকারে লোকজন এগিয়ে এসে অস্ত্রধারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক আহতরা শংকামুক্ত নই বলে জানান।
ক্লাসা পাড়া গ্রামের হাসমত আলী জানান, আলী আহম্মদ মূলত একজন খারাপ প্রকৃতির লোক, সে এলাকার বিভিন্ন অপরাধজনক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখে। জায়গা জমি ও বসতভিটা দখল – বেদখল হচ্ছে তার পেশা এবং নেশা। শেষ পর্যন্ত তার আপন বড় ভাই পর্যন্ত রফিক উদ্দিন পর্যন্ত তার হামলার কবল থেকে রক্ষা পায়নি। তাই হামলার সাথে জড়িত আলী আহম্মদসহ শীর্ষদের গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।