উখিয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা ওসি পলাশ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ডাম্পার গাড়ীসহ ২২ টি গাড়ী আটক করেছে বলে জানা গেছে।
সোমবার সকাল ১০ টা থেকে সন্ধা পর্যন্ত উখিয়া সদর ষ্টেশন, কোটবাজার, কুতুপালংসহ বিভিন্ন জায়গায় সাড়াঁশি অভিযান চালিয়ে ৮টি অবৈধ ডাম্পার, ৩ টি মোটর সাইকেল, ৬ টি টমটম গাড়ী, ১টি পিকাপ, ১টি মিনি বাস, ৩ টি অবৈধ সিএনজি গাড়ীসহ ২২টি অবৈধ গাড়ী আটক করার পাশাপাশি প্রায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের ওসি পলাশ।
ওসি পলাশ বলেন, অদক্ষ চালক দিয়ে সড়কে কোন প্রকার যানবাহন চালাচল করা যাবেনা বলে হুশিয়ারী উচ্চারন করে তিনি আরো বলেন, বৈধ কাগজপত্র বিহীন কোন অবৈধ গাড়ী সড়কে চলাচল করা যাবেনা। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।