উখিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ দুই কারবারীকে আটক করতে করেছে। ৪ জানুয়ারী ভোর রাতে এ অভিযানটি চলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ এর দিক নির্দেশনায় থানার উপ- পরিদর্শক আল আমিন, সহকারী উপ- পরিদর্শক মামুন ও সহকারী উপ- পরিদর্শক বিকাশ এর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক,১টি রামদা, ১টি চাকু ও ২,২০০শ পিস ইয়াবাসহ আব্দুল মন্নানের ছেলে ইয়াবা কারবারী আলাউদ্দিন (৩৩) কে আটক করেছে।
অপর দিকে পৃথক অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম্মার রাস্তা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশী মদ, ৮০ লিটার বিয়ার ক্যান, সাড়ে ৯ লিটার চোলাই মদ ও ২,২০০শ পিস ইয়াবাসহ আলী আহম্মদের ছেলে এলাকার চিহ্নিত মাদক কারবারী মোহাম্মদ আলী (৪৫) কে আটক করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ মাদক, অস্ত্র ও আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।