কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের অধীনে প্রায় ৭৫ হাজার গ্রাহকের মধ্যে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগ ক্ষুব্দ।
তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ ঘাটতি ও পূরনের লক্ষে প্রতি বছরের ন্যায় জুন মাসের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে গ্রাহকের দরজায় দরজায় গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের শুভেচ্ছা বার্তা দিয়ে আসছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম মোঃ ইব্রাহিম।
২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজ উদ্দিন ও উখিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ ইব্রাহিম এর নেতৃত্বে একদল পুলিশ, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা – কর্মচারীরা মরিচ্যা, কোটবাজার ও উখিয়ায় অভিযান চালিয়ে হলদিয়া পালং ইউনিয়নের রুমখা মৌলভী পাড়া গ্রামের তারেক আহম্মদকে বকেয়া বিল অনাদায়, অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাবহার ও বিদ্যুৎ মন্ত্রনালয়ে ভুঁয়া কর্মকর্তা পরিচয় দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজ উদ্দিন।
শুধু তাই নয়, ১২ জন গ্রাহকের সাড়ে ৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছন্ন ও মিটার জব্দ করেছে। অপরদিকে একজন গ্রাহককে ৫ হাজার টাকা জরিমানা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে ডিজিএম মোঃ ইব্রাহিম, আজকের দিন পর্যন্ত সাড়ে ১৫ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল থেকে আড়াই কোটি টাকামত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলেও মাঠে আরো সাড়ে ১৩ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায় হয়নি বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বাকী সাড়ে ১৩ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায় না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকার পাশাপাশি বিদ্যুৎ বিল বকেয়ার সাথে জড়িত সে যতবড়ই ক্ষমতাধর হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারন করেন।