উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে ডাম্পারবর্তী প্রায় ৫শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মু, শফিউল আলমের দিক নির্দেশনায় রেঞ্জের করইবুনিয়া তুলাতলী এলাকা থেকে উক্ত কাঠ ভর্তি ডাম্পার গাড়ীটি আটক করেছে বলে জানা গেছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডেইল পাড়া গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে আব্দুর রউফ প্রকাশ ইয়াবা রফু ও তার চেইন অব কমান্ড তুলাতলী গ্রামের আব্দুল্লার নেতৃত্বে একটি কাঠ চোর সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে দিবারাত্রি স্থানীয় বন বিভাগকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে করইবনিয়া তুলাতলী এলাকার সামাজিক বনায়নের কাঠ কেটে ডাম্পার যোগে পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
অবশেষে রেঞ্জ কর্মকর্তা গাজী মু, শফিউল আলমের দিক নির্দেশনায় রেঞ্জের উয়ালা বিট কর্মকর্তা বজলুর রশিদের নেতৃত্বে একদল বনকর্মীরা অভিযান চালিয়ে কাঠ চোর আব্দুর রউফের ডাম্পারবর্তী প্রায় ৫ শ ঘনফুট কাঠ জব্দ করে উখিয়া রেঞ্জ অফিস কার্যালয়ে নিয়ে আসে বলে বিষয়টি নিশ্চিত করেন বিট কর্মকর্তা বজলুর রশিদ।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা গাজী মু, শফিউল আলম ডাম্পার গাড়ীসহ কাঠ জব্দের সত্যতা স্বীকার করেন এবং সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।