কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের সুদক্ষ রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলমের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ওয়ালা বনবিটের চৌকস বন বিট কর্মকর্তা বজলুর রশিদের নেতৃত্বে হেডম্যানসহ একদল বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২ ঘটিকার সময় ওয়ালা বনবিটের জামতলী এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি অবৈধ একটি ডাম্পার গাড়ী জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিট কর্মকর্তা বজলুর রশিদ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলম মাটিভর্তি অবৈধ ডাম্পার গাড়ী আটকের সত্যতা স্বীকার করে বলেন, রেঞ্জে জনবল সংখ্যায় কম থাকলেও যে কয়জন কর্মকর্তা – বনকর্মী রয়েছে তাদের নিয়ে দিন রাত নির্ঘুম থেকে সরকারি সম্পদ রক্ষায় অবিচল রয়েছি। সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে যদি নিজের জীবনটাও উৎস্বর্গ করতে হয় তাও রাজি। তার পরেও পাহাড় কেখোদেরমতো জঘন্য অপরাধীদের সাথে কোন প্রকার আপোষ নেই। অভিযান চলছে এবং অব্যাহত থাকার পাশাপাশি আটককৃত গাড়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।