উখিয়ায় বন বিভাগের অভিযানে ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে সাপটি উদ্ধার করা হয়।
সূত্রমতে, রোববার রাত সাড়ে ১০ টার দিকে কুতুপালং টিভি কেন্দ্র সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের কুমির প্রজনন কেন্দ্র এলাকার পাহাড়াদাররা অজগর সাপটি দেখে বন বিভাগকে খবর দিলে দ্রুত সময়ে উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা গাজী মু, শফিউল আলমের দিক নির্দেশনায় ওয়ালা বনবিট কর্মকর্তা বজলুর রশিদ ও দোছুড়ি বনবিট কর্মকর্তা দুলাল চন্দ্র হাওলদার ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে।
পরদিন সোমবার সকাল ১১ টার দিকে দোছড়ি বনবিট কর্মকর্তার নেতৃত্বে সাপটি দোছড়ি বনবিটের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বন কর্মকর্তা দুলাল চন্দ্র হাওলদার।