উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে পাহাড় কেটে মাটি পাচারকালে মাটি ভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ী আটক করতে সক্ষম হয়েছে।
রোববার রাত ১২ টার দিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার (ভুমি ) তাজ উদ্দিন , উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন, উয়ালা বিট কর্মকর্তা বজলুর রশিদ ও দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদারসহ বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তীতে পর্যটন নগরী ইনানী সী- বীচ এলাকায় অভিযান চালিয়ে সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি পাচারকালে মাটি ভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ী আটক করেছে।
সূত্রমতে জানা গেছে, জালিয়া পালং ইউনিয়নের ইনানী গ্রামের নাজিম উদ্দিন ও শাহজালাল দীর্ঘ দিন ধরে স্থানীয় বন বিভাগকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও অবশেষে তাদের শেষ রক্ষা হলো না। আটকে গেল প্রশাসনের জালে।
এব্যাপারে, পরিবেশবাদী ও স্থানীয় সুশিল সমাজের লোকজন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি পাহাড় কাটার সাথে জড়িত ডাম্পার মালিকদের কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলম, মাটি ভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ী আটকের সত্যতা স্বীকার করার পাশাপাশি পাহাড় কাটার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারন করেন। অভিযান চলছে এবং অব্যাহত থাকবে বলে তিনি জানান।