উখিয়ার কুতুপালং বানিজ্যিক বাজারের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ সরকারি খাস জমিতে নির্মিত মার্কেট ঝাঁক জমুক ভাবে উদ্ভোধন হতে যাচ্ছে।
ঘটনাস্থল ঘুরে ও বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জানা গেছে, কুতুপালং পূর্ব – পাড়া গ্রামের হোছন আলীর দুই ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু শাহাজান ও কামাল উদ্দিন ক্ষমতার প্রভাব বিস্তার করে সরকারি খাস জায়গাটি দখল পূর্বক মার্কেট নির্মান করে দুইটি গরু জবাই করে উদ্ভোধন করার প্রস্তুতি নিলেও রহস্যজনক কারনে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভুমিকায়।
স্থানীয় সচেতন মহলের লোকজন বলেন, শাহাজান তার কালো টাকার পাহাড় দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারি খাস জায়গায় মার্কেটটি নির্মান করেছে। তারা আরো বলেন, সম্প্রতি উখিয়া বন রেঞ্জের সদর বনবিটের বিট কর্মকর্তা বজলুর রশিদ (ভারপ্রাপ্ত) বিট কর্মকর্তা থাকাকালীন সময়ে ভুমিদস্যু শাহাজানের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ফ্লীম স্টাইলে মার্কেটের ভিতরে গাছের চারা রোপন করে টাকা হালাল করারও অসংখ্য জনশ্রুতি রয়েছে।
ভুমিদস্যু শাহাজান সরকারি খাস জায়গায় মার্কেট নির্মানের সত্যতা স্বীকার করেন এবং কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের পরে বন্দোবস্তির আবেদন করবে বলে সে জানান।
সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহম্মদ তদন্ত পূর্বক সরকারি খাস জায়গায় মার্কেট নির্মানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।