কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন কুতুপালং পিএফ পাড়া গ্রামের অংখেরী বড়ুয়া প্রকাশ চশমাইয়ার দুই ছেলে এলাকার চিহ্নিত পাহাড় কেখো খোকন বড়ুয়া প্রকাশ ভুট্রো, ও মিলন বড়ুয়ার নেতৃত্বে চলছে পাহাড় কাটার মহোৎসব।
সরজমিন কুতুপালং, হাঙ্গর ঘোনা, পিএফ পাড়া ও পূর্ব পাড়া ঘুরে দেখা যায় খোকন বড়ুয়া প্রকাশ ভুট্রো ও মিলন বড়ুয়া স্থানীয় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে নির্বিচারে পাহাড় কেটে নিজস্ব ডাম্পার গাড়ী দিয়ে মাটি পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেখার কেউ নেই।
স্থানীয়রা বলছেন, খোকন বড়ুয়া ও মিলন বড়ুয়ার পাহাড় কাটারমতো জঘন্য অপরাধে বাধা প্রদান করিলে তার উপর নেমে আসে চরম নির্মমতা ও নির্যাতন। তাই এলাকার কেউ তাদের পাহাড় কাটা ও মাটি পাচারে বাধা দেওয়ার সাহস পাইনা।
পরিবেশ বাদীরা বলেন, অচিরেই উক্ত পাহাড় কেখোদের ডাম্পার গাড়ী জব্দসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সরকারি বনভুমির পাহাড় নামের কোন চিহ্নই থাকবে না। তাই অতি শিঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিভাগীয় বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে উখিয়ার সদর বনবিট কর্মকর্তা বলেন, অভিযান চলমান রয়েছে, গাড়ীও জব্দ হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কাটার উপর জিরো ট্রলারেন্স বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছি।