উখিয়া সীমান্ত জনপদ কুতুপালং বাজার ও ক্যাম্প ভিত্তিক ইয়াবা ব্যবসায়ীদের জনক দীপন বড়ুয়াকে গ্রেপ্তারে বেরিয়ে আসবে ইয়াবা মজুদের গোপন আস্তানা ও ইয়াবা পাচারের গুরুত্বপূর্ণ তথ্য?
সরজমিন কুতুপালং বাজার ও এলাকার বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জানা গেছে, উখিয়া – টেকনাফ সীমান্ত ও ক্যাম্প ভিত্তিক ইয়াবা ব্যবসায়ীদের জনক কুতুপালং পূর্ব – পাড়া গ্রামের মৃত রাজেন্দ্র বড়ুয়ার ছেলে শীর্ষ ইয়াবা কারবারি দীপন বড়ুয়া কুতুপালং এলাকার ছেলে হওয়ার সুবাদে ক্যাম্প ভিত্তিক ইয়াবা ব্যবসায়ীদের জনক জাহেদ মামা ও তার শশুর আল ইয়াকিন কমান্ডার আব্দুর রহমান, ইয়াবা মজুদকারী হিসাবে খ্যাত ইলিয়াছ ও মৌলভী আয়ুবের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি একটি বৃহত্তর সিন্ডিকেট তৈরি করে ঢাকা,নারাইনগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাড়িহাড়ি ইয়াবা পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেখার কেউ নেই।
সম্প্রতি ইয়াবা ব্যবসায়ীদের ডিলার দীপন বড়ুয়া বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল হাজত শেষে জামিনে মুক্ত হয়ে আসতে না আসতেই ফের সিন্ডিকেট গড়ে তোলে নির্ঘুম রাত কাটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে যাচ্ছে মরণ নেশা ইয়াবা। আর এতে ধ্বংস হচ্ছে দেশ তথা দেশের যুব ও ছাত্র সমাজ।
সচেতন মহলের অভিযোগ, অচিরেই ইয়াবার ডিলার দীপন বড়ুয়াকে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা না হলে এলাকার উঠতি বয়সী ছাত্র ও যুবসমাজকে রক্ষা করা কখনো সম্ভব হবে না। তাই তার গ্রেপ্তারে জেলা পুলিশ সুপার ও র্যাব ১৫ এর হস্তক্ষেপ কামানা করেন তারা।