উখিয়ার পার্শ্বভর্তি নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে র্যাব ১৫ অভিযান চালিয়ে ৮টি দেশী- বিদেশী অবৈধ অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ ৪ রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে। ৭ জানুয়ারী সকাল ৭ টার দিকে এ অভিযানটি চলে।
র্যাব ও স্থানীয় সূত্রেমতে, বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ী জনপদ ঘুমধুম ইউনিয়নের গহিণ অরোণ্য অস্ত্রের কারখানায় শুক্রবার সকালে র্যাব ১৫ এর অধিনায়ক লে: কর্ণেল খায়রুল ইসলাম সরকারের নেতৃত্বে একদল র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি দেশীয় – বিদেশী অস্ত্র, বিপুল পরিমান গোলাবারুদসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পের ৪ অস্ত্রধারীকে আটক করেছে। আটককৃতরা হলেন, মোঃ নুর (৩২), মোঃ নাজিমুল্লাহ (৩৪), মোঃ আমানুল্লাহ (২৩) ও খাইরুল আমিন (১৯) বলে জানা গেছে।