উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তাজনিমার খোলা এলাকার মৃত আব্দুল মতলব এর ছেলে চিহ্নিত ভুমিদস্যু আকতার কামাল স্থানীয় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি, ক্ষমতার দাপট ও পেটি নেতাদের নাম ভাঙ্গিয়ে সরকারি বনভুমির পাহাড়ের সাথে ড্রেজার মিশিন বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের পাশাপাশি ডাম্পার যোগে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সরকারি বনভুমির পাহাড়কে বিরান ভুমিতে পরিনত করলেও । দেখার কেউ নেই?
পাহাড় ধ্বংসকারী আকতার কামাল পাহাড়ের সাথে ড্রেজার মিশিন বসিয়ে বালি উত্তোলন ও পাচারের সত্যতা স্বীকার করে বলেন, উখিয়া সদর ও পালংখালী ইউনিয়নের বড় বড় নেতাদের সাথে আমার ঘনিষ্ট সম্পর্ক। তাই স্থানীয় বন বিভাগ আমার কিছুই করতে পারবেনা। এমনকি আমার বালি মহল থেকে গাড়ীও আটক করতে পারবে না। তবে আটক করলেও রাখতে পারবে না।
স্থানীয় পরিবেশ বাদীরা বলেন, আকতার কামালদেরমতো পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে থাইংখালী বন বিটে বনভুমির পাহাড় নামের কোন চিহ্নও থাকবে না। তাই অচিরেই পাহাড় ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।
থাইংখালী বনবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু বলেন, পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলাও হচ্ছে। পাহাড় ধ্বংসের সাথে জড়িত আকতার কামালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।