উখিয়ার বালুখালীতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাইপোত গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে বালুখালী পানবাজার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
সরজমিন ঘটনাস্থল ঘুরে ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, উখিয়ার ক্রাইম জোন পালংখালী ইউনিয়নের বালুখালী পশ্চিম পাড়া গ্রামের মৃত বাছাঁ মিয়ার ছেলে নুরুল আমিন পূর্ব শক্রুতার জের ও পূর্ব- পরিকল্পিত ভাবে বালুখালী পানবাজার এলাকায় তার সন্ত্রাসী বাহিনীসহ অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতির্কিত ভাবে তার বড় ভাই মুহি উদ্দিন ও মুহি উদ্দিনের ছেলে মঈনুল ইসলাম মুবিনকে এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলেদে বলে জানা গেছে। এ সময় আহতদের শোর চিৎকারে লোকজন এগিয়ে এসে অস্ত্রধারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী মুহি উদ্দিন জানান, সন্ত্রাসী নুরুল আমিনের নেতৃত্বে একদল অস্ত্রধারীরা অতির্কিত ভাবে এসে আমার নির্মিত দোকান ভাংচুর, লুটপাট করে ক্ষান্ত না হয়ে ফের আমাদেরকে হামলা চালিয়ে আহত করেছে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরর্শেদ তদন্ত পূর্বক হামলার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।