বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে দেশের শীতাত্ব দুস্ত ও হতদরিদ্র মানুষের মাঝে সারা দেশ ব্যাপী কম্বল বিতরনের উদ্যোগ হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মদের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপালংয়ের উদ্যোগে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উখিয়ার বৈরব মন্দির, দারোগা বাজার মন্দির, কাশিয়ারবিল মন্দির, খয়রাতি পাড়া মন্দির, খালকাছা পাড়া মন্দির, কুতুপালং মন্দিরসহ বিভিন্ন মন্দির সংলগ্ন এলাকার দুস্ত ও হতদরিদ্র জনগোষ্টীর মাঝে প্রায় ৮০ টি কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপালংয়ের সহ – সভাপতি সাংবাদিক দীপন বিশ্বাস, রাজাপালং পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সজল কান্তি ধর, বাদল শর্মা , ইমন মল্লিক, জগদিশ শর্মা, রাহুল বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।