বিজ্ঞ আদালতের উচ্ছেদ মামলাকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার প্রভাব বিস্তার করে উখিয়ার কুতুপালং বাজারের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ সরকারি খাস জায়গা দখলপূর্বক নির্মিত মার্কেট ঝাঁক জমুক ভাবে উদ্ধোধন করেছে ভুমিদস্যু শাহাজান।
গত মঙ্গলবার দুপুরে দুইটি মহিষ জবাই করে মার্কেটটি উদ্ধোধন করেছে বলে জানা গেছে। উক্ত খাস জায়গা দখল করে মার্কেট নির্মানের দায়ে গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ বাদী হয়ে অভিযুক্ত চিহ্নিত ভুমিদস্যু শাহাজানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩ – ১ – ২২। অফিস স্বারক নং- ৫৫২, তারিখঃ – ৭/৯/২২ ইং। নির্বাহী স্বারক নং- ১০৬৭, তারিখঃ ১৪/৯/২২ইং।
এ সময় খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহম্মদ দ্রুত ঘটনাস্থলে পৌছেন এবং যাবতীয় কাগজ পত্রাদি নিয়ে আজ বৃহস্পতিবার স্ব – সরিলে তাকে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার ভুমি।
স্থানীয় সচেতন মহলরা বলেন, শাহাজান তার কালো টাকার পাহাড় দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারি খাস জায়গায় মার্কেটটি নির্মান করেছে।
এব্যাপারে, ভুমিদস্যু শাহাজান সরকারি খাস জায়গায় মার্কেট নির্মানের সত্যতা স্বীকার করেন এবং কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের পরে উক্ত খাস জায়গাটি বন্দোবস্তির আবেদন করবেন বলে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন মেম্বার সরকারি খাস জায়গায় মার্কেট নির্মানের সত্যতা স্বীকার করেন।
সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহম্মদ তদন্ত পূর্বক সরকারি খাস জায়গায় মার্কেট নির্মানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।