আমি দুদু মিয়া (৭০) পিতা মৃত শহর মুল্লুক, গ্রাম মোছার খোলা, পালংখালী ইউনিয়ন উখিয়া কক্সবাজার। আমার ছেলে শফিকুল ইসলাম (১৭), নতুন মোছারখোলা মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসা ও হেফজ খানার শিক্ষার্তী সে গত ৩ মার্চ দুপুর দুই ঘটিকার সময় আমার নিজ বাড়ী হইতে একই ইউনিয়নের গয়ালমারা কোরআন প্রতিযোগিতার অনুষ্টান দেখার কথা বলিয়া বাড়ী থেকে বের হয়ে অদ্যাবদি পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায়, অনেক খোঁজাখুজির পর না পেয়ে উখিয়া থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করি। যার ডায়েরী নং- ২১২, তারিখঃ ৪/৩/২০২২ইং।
উল্লেখ্য, নিখোঁজ শফিকুল ইসলামের পিতা দুদু মিয়া বলেন, ৪ মার্চ রাত সাড়ে থেকে ০১৮৩০-৯৯৭১৮২ নাম্বার থেকে ছেলে শফিকুল ইসলামকে ফিরিয়ে দেওয়ার কথা ৪ লাখ টাকা মুক্তিপন দাবী করছে বলে ভুক্তভোগী দুদু মিয়া প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।