উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
২০৪১ সালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা কারো কাছে হাত পেতে নয়, মাথা নত করে নয়, আমরা মর্যাদার সাথে বিশ্বে চলবো।
শিক্ষক-অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তের দিকে না যায় সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। আজকের শিশুই আগামী দিনে দেশ পরিচালনা করবে। ওরাই একদিন এ দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে।