উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ার ইনানী পুলিশের অভিযানে দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে। সোমবার ভোর রাতে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ- পরিদর্শক সেলিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের টেকনাফ থেকে ইয়াবার বৃহত্তর চালান নিয়ে কক্সবাজারস্থ শামীম গেষ্ট হাউজে যাওয়ার পথে পাটোয়ার টেক এলাকায় পৌছলে গতিরোধ করে মোটর সাইকেলসহ তাদেরকে আটক করে ইনানী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাটোয়ার টেক গ্রামের মোঃ হোছনের ছেলে নাজির হোসেন ও শামশুল আলমের ছেলে রওসন আলী বলে জানা গেছে। উক্ত দুই ইয়াবা গডফাদার গ্রেপ্তারের খবরে এলাকায় ছড়িয়ে পড়লে শীর্ষ ইয়াবা গডফাদাররা অর্ধকোটি টাকার মিশন নিয়ে ফাঁড়ি থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সূত্র মতে, সব জায়গায় জানাজানি হওয়ার কারনে প্রকাশ্যে উক্ত গডফাদারদের ছাড়তে না পারলেও ভিন্ন কৌশল অবলম্বন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত গডফাদারদের ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনাও চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। সম্প্রতি ২০ হাজার পিস ইয়াবাসহ ইউনিয়নের পাটাওয়াটেক এলাকার শামশুল আলমের ছেলে হোছন আলী ও জসিম উদ্দিন র্যাবের হাতে আটক হওয়ার পর থেকে তাদের চেইন অব কমান্ড হিসাবে ইয়াবা পাচারে মাঠে আটক গডফাদাররা। এব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ- পরিদর্শক সেলিম উদ্দিন আসামী আটকের সত্যতা স্বীকার করলেও রহস্যজনক কারনে ইয়াবা আটকের কথা তিনি অস্বীকার করেন।