উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
কক্সবাজারের ক্রাইম জোন উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি ছুরি ও ম্যাকজিনসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।
অনুসন্ধানে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১ টায় উখিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক মোঃ শাহেনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং রেজিষ্ট্রাট ক্যাম্পে ৩১৫ নং শেডের ডি – ১ ব্লকে অভিযান চালিয়ে ২৯ রাউন্ড গুলি ১টি ছুরি ১ টি ম্যাকজিনসহ শেখ আহম্মদের পুত্র সোহেল ডাকাতকে আটক করেছে। যার মামলা নং- ১৮, তারিখঃ ৯/০৪/২০১৮ইং। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন আটককৃত সোহেল ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।