উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি উখিয়া উপজেলার শাখার সভাপতি নুরুল বশরের নেতৃত্বে গত ১০ এপ্রিল রাত ১০ টার দিকে উপজেলার আইনশৃংলা উন্নয়নের রূপকার নামে খ্যাত বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনামধন্য পুলিশ কর্মকর্তা মোঃ আবুল খায়েরকে ফুল দিয়ে সংবর্ধিত করলেন নেতৃবৃন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি ওসমান গনি, সহ সভাপতি নুরুল হাকিম, সাধারন সম্পাদক ছৈয়দ মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক জিয়াবুল হক, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহম্মদ উল্লাহ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, সমাজ কল্যান সম্পাদক গফুর মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক ছৈয়দুল বশর প্রমূখ। এসময় ওসি মোঃ আবুল খায়ের বলেন, চোখ – কান খোলা রেখে দেশ তথা দেশের কল্যানে কাজ করা আহব্বান জানানোর পাশাপাশি আইনশৃংখলা পরিপহ্নি কোন কাজে না জড়িয়ে আইনশৃংলা উন্নয়নে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।