উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের মধ্যে হারবাড়িয়ায় এলাকায় ৭৫০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ এমভি নিলয়-২ ডুবে গেছে। রবিবার ভোরে এই জাহাজ ডুবির পর এখনও শুরু হয়নি উদ্ধার অভিযান।
ডুবে যাওয়া লাইটার জাহাজের ড্রাইভার আনিছুল হক মুঠোফোনে জানান,মোংলা বন্দরের সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গস্লাস বানিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে রবিবার ভোরে নোয়াপাড়া যশোরের উদ্যেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২।
ছেড়ে আসার পর কিছুদূর এগুলেই ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় লাইটারটি। এ সময় সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয় নৌযানের সকল কর্মচারীরা।
এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার ডুবির ঘটনায় বন্দরের কায্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে মোংলা বন্দর কতৃপক্ষ নিশ্চিত করেছে।