উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
সৎ মায়ের সাথে কুকর্ম দেখে ফেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীর চোখ গুড়িয়ে দিলেন পাষন্ড স্বামী। গত ১৩ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়ার শৈলারডেবা এলাকায় এঘটনা ঘটে।
রাজাপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আহত রিনা বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী লিটন বড়ুয়া সৎ মায়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলো। সৎ মায়ের কথা ধরে সে তার স্ত্রী রিনাকে প্রতিনিয়ত নির্যাতন করেন। একপর্যায়ে গত ১৩ এপ্রিল শুক্রবার বিকেলের দিকে সৎ মায়ের সাথে অনৈতিক সর্ম্পক দেখে ফেলেন তার স্ত্রী। তাদের দুইজনের কুকর্ম দেখে ফেলায় স্ত্রীকে বেধে দুই চোখে উপর্যুপরি ঘুষি মারেন। এতে স্ত্রীর রিনার দু’চোখ গুরুতর জখম হয়। তিনি মাটিতে ঢলে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, তার চোখ দু’টি মারাত্মকভাবে জখম হয়েছে। আপাতত তিনি চোখে দেখবেন না। উন্নত চিকিৎসা দরকার।
এবিষয়ে উখিয়া থানার কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি তিনি অবগত নয়। এখানো কেউ কোন ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।