শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন ওয়ালা বন বিট কর্মকর্তার নেতৃত্বে সরকারী বনভূমিতে চলছে লুঠপাটের মহোৎসব। কিন্তু দেখার কেউ নেই।
জানা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন ওয়ালা বন বিটের জামতলী, রেঞ্জ অফিস সংলগ্ন সিকদারবিল, হাতিমোড়া ও আমতলী এলাকার সরকারি বন ভুমিতে এলাকার চিহ্নিত ভুমিদস্যুরা স্থানীয় বিট কর্মকর্তা ফেরদৌসকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে নির্ভিঘ্নে বাড়ী নির্মান ও সরকারি বন ভুমির গাছ লুঠপাটের উৎসব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাত প্রায় ১ টার দিকে ফলিয়া পাড়া এলাকার চিহ্নিত কাঠচোরেরা ওয়ালা বিট কর্মকর্তাকে ম্যানেজ করে আমতলী মন্সুর আলী ঘোনার আগা নামক পাহাড় থেকে ৩০ ফুট লম্বা একটি সিবিড় গাছ কর্তন করে নিয়ে যাওয়ার সময় বিট কর্মকর্তার নেতৃত্বে বনকমীরা ফ্লীম ষ্টাইলে ঘটনাস্থলে পৌছে গাছটি জব্দ করে নীল নকশা বাস্তবায়নের লক্ষে স্থানীয় সচেতন মহলের চোখে ধুলা দিয়ে ফের উক্ত জব্দকৃত গাছটি উল্লেখিত কাঠ চোরকে জিম্মায় দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। উক্ত ঘটনায় দুনীর্তিবাজ বিট কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় সমালোচনার ঝড় উঠলেও সংশ্লিষ্ট বন বিভাগ কথিপয় বিট কর্মকর্তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়া জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিট কর্মকর্তা ফেরদৌসের নিকট জানতে চাইলে, বিট কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জিম্মা দেওয়া কাঠ চোরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে তিনি জানান।