শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গা যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতরা হলেন, মোঃ নছুহুত (১৫) ও খালেদ হোসেন (১৮)। নিহত রোহিঙ্গা যুবকরা হলেন, কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্ধা বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কক্সবাজার – টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী কাষ্টমস অফিস সংলগ্ন ঢালার মূখে এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।