শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
উখিয়ার উপক’লীয় মনখালীতে বলি খেলার নামে চলছে রমরমা জোওয়া খেলা। গত বৃহস্পতিবার সকাল থেকে এ জোওয়া খেলা শুরু হয়।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর ডাববীলে মনখালী গ্রামের সাবেক ইউপি সদস্য ছিদ্দিক আহম্মদের পুত্র কামাল হোসাইন ও রশিদ আহম্মদ চেগাইয়ার নেতৃত্বে মৃত বশরত আলীর পুত্র মোঃ হোসেন প্রকাশ ফেচুক্রী, জাফর প্রকাশ ডান্ডা জাফর, ছৈয়দ নুরের পুত্র গুরাপুতিয়া, মৃত কবির আহম্মদের পুত্র মোঃ আলম, মৃত মহিদুর রহমানের পুত্র গোলালী, মৃত মোহাম্মদের পুত্র নুরুল হক, রফিক আহম্মদের পুত্র নেজাম উদ্দিনসহ শীর্ষরা স্থানীয় পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে বলি খেলার নামে চালিয়ে যাচ্ছে রমরমা জোওয়া খেলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উক্ত জোওয়া খেলা চলেলও দেখার কেউ নেই। এলাকাবাসীরা জানান, বলি খেলার নামে জোওয়া খেলায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার উঠতি বয়সী যুবকরা শুধু জোওয়া খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। ওই খানে প্রকাশ্যে চলছে যুবসমাজ ধ্বংসকারী নামে মরণ নেশা ইয়াবা বেছা-বিক্রি। তারা আরো জানান, অবাদে ইয়াবার ছড়াছড়ি ও জোওয়া খেলার ফলে এলাকার উঠতি বয়সী ছাত্র ও যুবসমাজকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় সচেতন মহলের দাবী, এলাকার চিহ্নিত ইয়াবা কারবারীরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বলি খেলার নামে ইয়াবার হাট ও জোওয়ার রমরমা এ বানিজ্য চালিয়ে যাচ্ছে। দ্রুত উক্ত জোওয়া খেলা ও ইয়াবা বেছা – বিক্রির হাট বন্ধ করে এলাকার শান্তি – শৃংখলা ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।