উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। মাতৃভাষা রক্ষার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ।
শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বাচিত করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রলীগ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনে ছাত্রলীগ দুয়ারে দুয়ারে গিয়েছে নৌকায় ভোট চাওয়ার জন্য। ১৯৭৫-এর পর ক্যান্টনমেন্ট থেকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রলীগ ভূমিকা রেখেছে। বিএনপি-জামায়াত অস্ত্র দিয়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বিপথে নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছে ছাত্রলীগ।