উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ায় ছোট ভাইয়ের অব্যাহত হুমকির মূখে বড় ভাই চরম নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানা গেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের মোঃ আলীর ভিঠা নামক এলাকার আমির হোসাইনের পুত্র নুর মোহাম্মদ দীর্ঘ ৭ বছর প্রবাসী জীবনের রোজগারের প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা আপন ছোট ভাই নুরুল ইসলাম নিকট ব্যবসার জন্য পাটানো টাকা আর্থসাৎ করে ক্ষান্ত না হয়ে ফের বসত বাড়ীর সেচ মোটর, টিউবওয়েল নিয়ে যায়। এসময় নুর মোহাম্মদের স্ত্রী শামিমা আক্তার বাধা প্রদান করিলে তাকে ও তার স্বামী নুর মোহাম্মদকে যে খানে পাই সেখানে হত্যা করে লাশ ঘুম করা হবে মর্মে হুমকি ধমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় নুর মোহাম্মদের স্ত্রী শামিমা আক্তার বাদী হয়ে ১৮ মে নুরুল ইসলামকে প্রধান আসামী করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নুর মোহাম্মদের স্ত্রী শামিমা আক্তার প্রতিবেদককে অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুরুল ইসলাম আমার স্বামীর বিদেশের টাকা লুটপাট করার পর এখন আমার বসত ভিটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাকে ও আমার স্বামীকে হত্যা করে বসত ভিটাটি দখলে নিতে চাই। তাই আমি আমার পরিবার – পরিজনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের তদন্ত পূর্বক জড়িত নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।