উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত উখিয়া সীমান্তের ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রক আন্ডার গ্রাউন্ডে থাকা শীর্ষ ইয়াবা ডন উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের বদিউর রহমান সিকদারের পুত্র এলাকার উঠতি বয়সী ছাত্র ও যুবসমাজ ধ্বংসকারী মীর আহম্মদ প্রকাশ ইয়াবা মীর আহম্মদকে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারীদের হাতে তোলে দিয়ে দেশ তথা সমাজকে মাদকমুক্ত করুন।
এলাকাবাসী সূত্র মতে, মীর আহম্মদ কাঠুরিয়া থেকে মরণ নেশা ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে আজ শূণ্যে থেকে কোটিপতির খাতায় নাম লিখিয়েছেন। সে এলাকার উঠতি বয়সী ছাত্র ও যুবসমাজকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে একটি বৃহত্তর সিন্ডিকেট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ পিস ইয়াবা পাচার করে ইয়াবার কালো টাকার পাহাড় গড়ে তোলার পাশাপাশি নামে বেনামে ক্রয় করেছেন কোটি কোটি টাকার জায়গা জমি, একাধিক গাড়ী ও আলিশান স্বর্ণকমল। কিন্তু দেখার কেউ নেই। এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ইয়াবার সাথে জড়িত সে যত বড়ই প্রভাবশালী হউক না কেন, তাকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।