উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। বুধবার রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া গ্রামের ওয়ার্কফ ষ্ট্রেটের ফাঁসিয়াখালী এলাকার মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে আব্দুল লতিফ ও আনোয়ার লতিফ দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় অস্ত্রধারীদের ধারালো অস্ত্রের আঘাতে আঞ্জুমান পাড়া গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র জুহুর আলম (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এসময় আহত হয় অন্তত ১০ জন। উক্ত ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে একই এলাকার মৃত আমিরুজ্জামানের পুত্র মোকতার ডাকাতকে আটক করে। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহত যুবকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।