উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়া – টেকনাফ সীমান্তের অপরাধ জগত ও ইয়াবা পাচারের ট্রানজিড পয়েন্ট উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং শীলপাড়া গ্রামের অরন্দি বড়ুয়ার পুত্র ইয়াবা স্বর্গরাজ্যের অন্যতম হোতা রতন বড়ুয়া ইয়াবা পাচারের সাথে জড়িত হয়ে চালক থেকে আজ কোটিপতি বনে গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে জানা গেছে। বাবা অরন্দি বড়ুয়াকে সহযোগিতা করার জন্য আজ থেকে প্রায় ৮ বছর আগে রতন বড়ুয়া চারপোঁকা গাড়ীতে হেল্পার হিসাবে কাজ করে পরে সে হেল্পার থেকে চালক হয়ে টেকনাফের শীর্ষ ইয়াবাকারবারীদের সাথে আতাঁত করে বৃহত্তর সিন্ডিকেট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ পিস ইয়াবা পাচার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিনত হয়ে কোটিপতির খাতায় নাম লিখিয়ে নামে বেনামে একাধিক গাড়ী বাড়ীসহ অঢল সম্পদের মালিক বনে গেছে। কিন্তু দেখার কেউ নেই। স্থানীয় এলাকাবাসীরা বলেন, রতন বড়ুয়া সমান্য একজন গাড়ী চালক হঠাৎ রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যাওয়ায় তারা হতভাগ হয়ে গেছে। তাই তারা তদন্ত পূর্বক রতন বড়ুয়াকে গ্রেপ্তার করে তার অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার জন্য দৃর্ণীতি দমন কমিশন (দুদকের) হস্তক্ষেপ কামনা করছেন।