উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ায় থানা পুলিশের অভিযানে মরিচ্যা পাগলিরবিল হালুকিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও শীর্ষ ইয়াবাকারবারী কায়সারকে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মরিচ্যা থেকে ট্রাকবর্তী বাসের গাড়ী করে কুতুপালং যাওয়ার পথে উখিয়া থানার সামনে পৌছলে উখিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক মিল্টন দে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীটি গতিরোধ করে তাকে আটক করেছে বলে জানা গেছে। অভিযানে নেতৃত্বধানকারী অফিসার মিল্টনদে বলেন, আটক কায়সারের বিরুদ্ধে রামু থানার এসটিসি মামলা নং ২৫/১৭, উখিয়া থানা মামলা নং – ৩, তারিখঃ ৩/৬/২০১৮সহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। স্থানীয়রা জানান, কায়সার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিনত হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার পাশাপাশি এলাকার নিরহ লোকজনকে শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছে।
শুধু তাই নয়, সম্প্রতি ইয়াবা গডফাদার কায়সারের নেতৃত্বে জসিম উদ্দিন ও মৃত শফিকুর রহমানের ছেলে সাহব উদ্দিনসহ শীর্ষরা পূর্ব শক্রতার জের ও তাদের ইয়াবার চালান বহন না করায় ও পাচার কাজে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে খুরশেদ আলমকে তার বাড়ীর সামনে পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ক’পিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলেদে। এসময় আহতের শোর চিৎকারে স্ত্রী নুর জাহান বেগম তার স্বামীকে অস্ত্রধারীদের কবল থেকে উদ্ধার করতে এলে অস্ত্রধারীরা তাকেও হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে জানা যায়। উক্ত হামলার ঘটনায় খুরশেদ আলম বাদী হয়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন।