শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
উখিয়ার উপক’লীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকত থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) বছরের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২ টায় জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, রোববার ভোরে সাগরে মাছ ধরতে গিয়ে ১৬টি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় সর্বশেষ ১৬ জন নিখোঁজ ছিলেন। ধারনা করা হচ্ছে উদ্ধার করা লাশটি নিখোঁজ জেলেদের কেউ হবেন। তিনি আরো বলেন, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বোট মালিক সমিতির সভাপতি সাধারন সম্পাদককে লাশটির পরিচয় পাওয়ার জন্য তাদেরকে অবগত করা হয়েছে।