শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া::
উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা রোহিঙ্গা বস্তিতে গাছ চাপা পড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সে জামতলী রোহিঙ্গা ক্যাম্পের হোছন আহম্মদের ছেলে মোঃ আলী (২০)। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, গত কয়েকদিন ধরে উখিয়ায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ার সময় গাছ চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।