উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
থাইংখালী ইয়াবা বাজার ও সীমান্তের অপরাধ জগত নিয়ন্ত্রক রহমতেরবিল গ্রামের মৃত ফরিদ আলমের ছেলে আন্ডার গ্রাউন্ডে থাকা শীর্ষ ইয়াবা মাপিয়া নামে খ্যাত সোহেল প্রকাশ ইয়াবা সোহেল তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নে পাচার করছে হাড়ি হাড়ি ইয়াবার চালান। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কিন্তু দেখার কেউ নেই। স্থানীয় সচেতন মহলরা বলেন, দেশের চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে ইয়াবা সোহেল পাচার কাজে আরো বেপরোয়া হয়ে কৌশলে এলাকার উঠতি বয়সী যুবতীদেরকে ইয়াবা সেবনে অব্যস্ত করার পাশাপাশি তাদেরকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের মাধ্যমে পাচার কাজ চালিয়ে যাচ্ছে। অতি শিঘ্রই ইয়াবা সোহেলকে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে এসে দেশকে মাদক ও কলংকমুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।