শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে জাগির হোসনের মেয়ে ইয়াছমিন আকতার (১০) কে বাড়ীতে ডুকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে ধর্ষনকারীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জকরিয়ার ছেলে আব্দু শুক্রুর বলে জানা গেছে। শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের রোহিঙ্গা শিশুকে ধর্ষনের চেষ্টায় এক রোহিঙ্গা যুবককে আটক করার সত্যতা স্বীকার করেছে। এব্যাপারে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।