উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
সারাদেশ ব্যাপী মাদক বিরোধী অভিযানের মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার। বুধবার রাতে উখিয়ার থাইংখালী বাজার এলাকা থেকে ১৫ হাজার পিস ইয়াবা ও ১৮ ক্যান বিয়ারসহ পালংখালী আঞ্জুমান পাড়া গ্রামের মৃত ছগির আহম্মদের ছেলে নুর আহম্মদ(৩৫)কে হাতে নাতে আটক করেছে র্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে আটক ইয়াবা পাচারকারীকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। কক্সবাজার র্যাব ৭ এর ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান ইয়াবা ও মাদকসহ নুর আহম্মদকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।