উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ার কোটবাজারস্থ ফাতেমাতুজ জোহুরা বালিকা বিদ্যালয় সংলগ্ন এতিম গরীব মেধাবী ছাত্রীদের জন্য প্রতিষ্টিত মা আমেনা (রাঃ) বালিকা হাফেজিয়া মাদ্রাসার ছাত্রীদের মাঝে পোষাক বিতরন করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) উখিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ জাফর আলম। গতকাল রোববার সকাল ১১ টার দিকে হেফজ খানা প্রাঙ্গনে পোষাক বিতরন কালে তিনি বলেন, তার দল দেশের হতদরিদ্র ছাত্র-ছাত্রী, পেষাজীবি ও গরীব জনসাধারনের আর্তসামাজিক উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করার ম্যান্ডেট নিয়ে সারাদেশ ব্যাপী কাজ করছে। তাই ইতিমধ্যে তার দলে অসংখ্য মানুষ যোগদান করে দলীয় পতাকা তলে সমবেত হচ্ছে। পোষাক বিতরনকালে উপস্থিত ছিলেন, এনডিএম উখিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাহমুদুল হক বাবুল ও মা আমেনা (রাঃ) বালিকা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ অলিউল্লাহ ও উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রফিক উদ্দিন বাবুল।