উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
দেশের বহুল আলোচিত উখিয়ার পালংখালী সীমান্তের শীর্ষ ইয়াবাকারবারী ও আন্ডার গ্রাউন্ডে থাকা হেলালকে পুলিশ সোমবার গভীর রাতে জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশি গ্রেপ্তার এড়াতে মাদক বিরোধী অভিযান থেকে রক্ষা পাওয়ার জন্য সে দীর্ঘ দিন ধরে আতœগোপন করে আসছিল। উখিয়া থানার এ এস আই শাহ আলম জানান, হেলাল উদ্দিন জামতল ক্যাম্পে অবস্থান করে এক রোহিঙ্গা যুবতীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় রোহিঙ্গারা তাকে আটকিয়ে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান জানান, তার কাছ থেকে অবৈধ কিছু না পাওয়ার কারনে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হবে।